(মঙ্গলবার) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরই মধ্যেই সব প্রস্তুতি শেষ করেছে বিসিবি। স্বস্তির দিনে আরেক খারাপ সংবাদ ভেসে বেড়াচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ক্রিক ইনফো ও ইংল্যান্ডের বেশ কিছু গণমাধ্যম বলছে সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিলো তা স্থগিত করা হয়েছে।তবে ইসিবির কোন আনুষ্ঠানিক বক্তব্য দেখা যায়নি ইংলিশ গণমাধ্যমের খবরে। এ ব্যপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলছেন, সিরিজ নিয়ে এখনও চলছে আলোচনা। এখন সিরিজ বাতিলের আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি।
গণমাধ্যমে নিজামউদ্দিন বলেন, আমরা ওয়ানডে সিরিজের সময় সূচি নিয়ে আলোচনা করছি ইসিবির সাথে। আসলে ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ করে দিতেই সূচি নিয়ে কথা বলা হচ্ছে।
তার মানে স্পষ্ট, বিশ্বকাপের আগে যদি ক্রিকেটারদের বিশ্রাম দিতে হয় তাহলে তো এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিতই হওয়ার কথা। সিইও বলেন, ওয়ানডের সূচি পরিবর্তণের কথা হচ্ছে মানে এই না যে সেপ্টেম্বর-অক্টোবরে ইংল্যান্ড আসছে না। বিষয়টা একদমই এমন নয় এমন নয়। সুজন আরও বলেন, সিরিজের সময় সূচি পরিবর্তণ হলে অবশ্যই আপনারা জানবেন।
ইংল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলার কথা ছিলো বাংলাদেশের। ওয়ানডে এখন খেলা না হলেও পরবর্তিতে কোন একটা সময় হবে, কারণ এই সিরিজ সুপার লিগের অংশ। কিন্তু টি-টোয়েন্টি?? তবে কি সেটাই হচ্ছে বাতিল!