বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন শিল্প শ্রমিকদের করোনা ভ্যাকসিন দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাইকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় ১৮ আগস্ট এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১ ট্রেড শো’- তে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ওই ট্রেড শো’র আগে ওয়াশিংটন ডিসিতে গোলটেবিল ও সাইড টেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এসব বৈঠকের আয়োজন করছে ম্যাকল্যার্টি এসোসিয়েটস।
বাণিজ্যমন্ত্রী ওই বৈঠকে বলেন, সরকার ও তৈরি পোশাক মালিকরা সমন্বয় করে শ্রমিকদের করোনা ভ্যাকসিনেশন ও নিরাপত্তার বিষয়ে একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, আগামী দেড় মাসে ১৫ লাখ তৈরি পোশাক শ্রমিককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি করোনা মহামারিকালে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সরকার এবং তৈরি পোশাক মালিকদের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন। বাণিজ্যমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশ সরকার আশা করছে যে আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ ভাগ মানুষকে করোনা প্রতিরোধী টিকা দেওয়া সম্ভব হবে।
বৈঠকে ওয়ালমার্ট ভাইস প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির পর সংস্থাটি এখন বিশ্ববাজার থেকে নতুন পণ্য সংগ্রহ, আমদানি ও বিপণনের চিন্তাভাবনা করছে। এসময় বাণিজ্যমন্ত্রী তৈরি পোশাকের পাশাপাশি চামড়াজাত পণ্য, ঔষধ, বাইসাইকেল ও লাইট ইঞ্জিনিয়ারিং এবং প্লাস্টিক পণ্য আমদানিরও অনুরোধ জানান।
গোলটেবিল বৈঠকে বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক প্রিমিয়াম চিংড়ি ও চিংড়িজাত খাদ্যপণ্য যুক্তরাষ্ট্রের বাজারে স্বাস্থ্যসম্মত উপায়ে রফতানি করতে বাংলাদেশের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। বিশেষ করে এক্ষেত্রে বাগদা ও গলদা চিংড়ি রফতানির বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ চিংড়ি ও মৎস্য ফাউন্ডেশন একসাথে কাজ করবে।