অলিম্পিক নারী বক্সিংয়ে ভারতেকে ব্রোঞ্জ পদক এনে দিলো লাভলিনা বড়গোহাই। ফলে এখন পর্যন্ত অলিম্পিকে তৃতীয় পদক অর্জন করলো ভারত। তবে অলিম্পিকে আসতে চা বাগানের সাধারণ কর্মচারীর মেয়ে লাভলিনার পোহাতে হয়েছে বহু যন্ত্রণা। বাবার মাসিক বেতন ২৫০০ রুপি সেটি দিয়ে সংসারই তো চলতো না ঠিক মত খেলাধুলা করবে কিভাবে। কিন্তু নিজের কথা না ভেবে মেয়ের জন্য চড়া সুদে ব্যাংক ঋণ নেন লাভলিনার বাবা। আর বাবার সেই কষ্টের প্রতিদান দিলেন মেয়ে লাভলিনা। তবে লাভলিনার ইচ্ছে ছিলো স্বর্ণ পদক নিয়ে দেশে ফেরার। কিন্তু সেমিফাইনালে তুরষ্কের কাছে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাভলিনাকে।