১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

অ্যাডহক কমিটি দিয়ে চলবে বারকাউন্সিল

Advertisement

বিগত ৩০ জুন বারকাউন্সিলের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে। কিন্তু করোনাকালীন সংকটে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তাই ১৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি করা হয়েছে বারকাউন্সিল পরিচালনায়। ওই অ্যাডহক কমিটির মেয়াদ এক বছর।
বৃহস্পতিবার বাংলাদেশে বারকাউন্সিল আদেশের সংশোধন করে রাষ্ট্রপতি কর্তৃক এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করে সেটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ বারকাউন্সিলের অনুচ্ছেদ ৮-এ উল্লেখিত নির্ধারিত সময়ের মধ্যে গেজেটে উল্লেখিত পরিস্থিতির কারণে নির্বাচন সম্পন্ন করা না গেলে একটি অ্যাডহক কমিটি গঠিত হবে। কমিটির চেয়ারম্যান নিযুক্ত হবেন অ্যাটর্নি জেনারেল। উক্ত কমিটি ১৫ সদস্য নিয়ে গঠিত হবে। একবছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবেন।
এর আগে, তফসিল ঘোষণা করা হলেও, পরে এক জরুরী নোটিশ জারি করে বারকাউন্সিলের অনুষ্ঠিতব্য ২৫শে মে-এর নির্বাচন স্থগিত করা হয়েছিলো।
তিন বছর পরপর বার কাউন্সিল নির্বাচন হয়ে থাকে। সারাদেশের আইনজীবীরা মোট ১৪ জন সদস্য নির্বাচিত করেন। এর মধ্যে সাধারণ আসনে সাতজন এবং সাতটি অঞ্চল ভিত্তিক আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন। নির্বাচিত ১৪ জন সদস্যের ভোটে নির্বাচিত হন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। আর পদাধিকার বলে বারকাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অ্যাটর্নি জেনারেল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement