১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা ডিসেম্বরে

Advertisement

করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক থাকলে ডিসেম্বরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাসহ নেয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী রোববার থেকে খুলে দেয়ার ঘোষণার পরের দিন সোমবার (৬ সেপেটম্ব) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

প্রাথমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমাদের রিকভারি প্ল্যান করা আছে। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। বার্ষিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে। ওয়ার্কশিটও চলতে থাকবে। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠা খোলার সিদ্ধান্ত হলেও প্রাক-প্রাথমিক বন্ধই থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।

চার বছরের নিচের শিশুদের নিয়ে সরকার ঝুঁকি নিতে চায় না জানিয়ে জাকির হোসেন বলেন, ওয়ান টু থ্রি ফোর আসুক, পরিস্থিতি বুঝে প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের আনা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement