কোপা জয়ের পর থেকেই বাতাসে গুঞ্জন ছড়িয়েছিলো লিওনেল মেসি আবারও ফিরে যাচ্ছেন বার্সায়। তার আনুষ্ঠানিকতাও সম্পুর্ণ হওয়ার অপেক্ষাতে ছিলো বার্সেলোনা ও মেসি দুজনেই। কাতালুনিয়ারাও আনন্দে বুক ভাসিয়েছিলো এই ভেবে যে, তাদের মেসি তাদের কাছেই থাকছে।
আজ (বৃহস্পতিবার) বার্সার সাথে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের কথা থাকলেও হঠাতই বার্সেলোনা থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসলো মেসিকে আর রেখে দেওয়া হচ্ছে না বার্সোলোনায়।
লিংক: https://www.facebook.com/fcbarcelona/
স্প্যানিস গণমাধ্যম বলছে, সপ্তাহ খানেক আগে অর্ধেক বেতনেও মেসি থাকতে চেয়েছিলো বার্সেলোনায়। কিন্তু ক্লাবের বর্তমান আর্থিক অবস্থাই মেসিকে থাকতে দিলো না বার্সেলোনায়।
স্পেনের স্পোর্টস নিউজ পেপার মার্ক বলছে বর্তমান পরিস্থিতি এমন দাড়িয়েছে যে মেসির বার্সেলোনায় থাকা প্রায় অসম্ভব। সিভিসিকে নিয়ে স্প্যানিশ লিগ নিয়ে যে প্রস্তাব দেওয়া হয়েছে বার্সেলোনাকে তা ক্লাবটির পক্ষে মেনে নেওয়া একদমই সম্ভবই না। যার ফলে সুপার লিগ মাটে গড়ানো প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে।
আমেরিকা ভিত্তিক ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান সিভিসির সাথে লা লিগার চুক্তির ফলে বার্সেলোনায় আসতো ২৭ কোটি ইউরো। কিন্তু তার ফলে ভবিষ্যতে সুপারলিগ আয়োজের করার চিন্তা করা যাবে না।
ইএসপিএন ও রেডিও কাতালুনিয়া বলছে, স্প্যানিশ লিগের শর্তটাই সমস্যায় ফেলে দিয়েছে মেসি ও বার্সেলোনাকে। মেসিকে রাখতে গেলে সুপারলিগ হচ্ছে না আবার সুপারলিগ বাঁচাতে গেলে মেসিকে রাখা হচ্ছে না। এই দোটানায় মেষ পর্যন্ত মেসিকেই ছেড়ে দিলো বার্সেলোনা।
তারা আরও বলছে মেসি ও বার্সা দুই পক্ষই চুক্তির জন্য প্রস্তুত ছিলো কিন্তু সেটা আর সম্ভব হয়নি শুধু মাত্র লা লিগার অর্থনৈতিক কাঠামোর নিয়মের বাধ্যবাধকতার কারণে। যার ফলেই মেসি আর বার্সাতে থাকছেন না। তাই এই ইস্যু নিয়ে আপসোস করতে হচ্ছে দুই পক্ষকেই।
বার্সার অফিসিয়াল ফেসবুক পেইজে মেসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা লিখেছে ‘বার্সেলোনা তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছে , যিনি ক্লাবের অগ্রগতিতে এতটা অবদান রেখেছেন এতদিন। একই সাথে তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য শুভ কামনা জানাচ্ছে।’