১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

বিএনপির সাথে সংঘর্ষে পুলিশের ডিসিসহ আহত একাধিক, আটক ১০

Advertisement

রাজধানী ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহসহ একাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে তেজগাঁও বিভাগের একজন এডিসি, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সিসহ থানার আরও কয়েকজন কর্মকর্তা। তবে চিকিৎসাধীন অবস্থায় আহতরা এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে রয়েছেন।

আজ মঙ্গলবার, (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শেরে বাংলা নগর থানার ওসি জানে আলম মুন্সি এসব তথ্য নিশ্চিত করেছেন। শেরে বাংলা নগর থানার ওসি বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সে ঘটনাস্থল থেকে তখন বিএনপির ১০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তবে আটক করা নেতাকর্মীদের নাম-পরিচয় জানা যায়নি।

আবার বিএনপি সূত্রে জানা গেছে, আজ দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীরা হাজির হয়েছিলেন। তখন একপর্যায়ে পুলিশ তাদের ঘটনাস্থলে দাঁড়াতে দেয়নি এবং চলে যেতে বলে। তারপর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলি নিক্ষেপ করে বলে অভিযোগ করেন তারা। যাদেরকে আটক করা হয়েছে তাদের মধ্যে তিতুমীর কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা এজিএম শামসুল রয়েছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement