১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

পণ্য খালাস সহজ করতে চট্টগ্রাম কাস্টমসকে বিজিএমইএ’র অনুরোধ

Advertisement

আমদানি করা পণ্য দ্রুত খালাসে প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) চট্টগ্রাম কাস্টম হাউসকে অনুরোধ জানিয়েছে।

গতকাল মঙ্গলবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলমের সঙ্গে সাক্ষাৎকালে এ আনুরোধ জানান।

বিজিএমইএ সভাপতি বলেন, মহামারী করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের পোশাকশিল্প এখনও সংগ্রাম করে চলেছে। এমন বাস্তবতায় পোশাকশিল্পের এই ক্ষতি পুষিয়ে ওঠা এবং বিশ্ব বাজারে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখার জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের সহযোগিতা অত্যন্ত জরুরি।

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ইতোমধ্যে মহামারী করোনাভাইরাসের কারণে অনেক তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের রপ্তানি আদেশ বাতিল বা স্থগিত হয়েছে। এমন পরিস্থিতিতে শিল্পকে টিকিয়ে রাখার জন্য ক্রেতাদের আস্থা ধরে রাখা এবং রপ্তানি আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ে মধ্যে রপ্তানির লক্ষ্যে আমদানিকৃত পণ্য (কাঁচামাল) চালান দ্রুত খালাস করা জরুরি।

সভায় আরও উপস্থিত ছিলেন, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, পরিচালক, কাস্টম হাউস, চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার ড. আবু নুর রাশেদ, মোহাম্মদ শফি উদ্দিন সহ উচ্চপদস্থ আরও কর্মকর্তারা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement