৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

পশ্চিমবঙ্গের বিজেপি নেতার ধৃষ্টতা!

Advertisement

কথিত ‘অখণ্ড ভারত’ এর মানচিত্রে বাংলাদেশকেও একীভূত করে বিজেপি নেতা দিলীপ ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। তার এই ধৃষ্টতা ও উস্কানিমূলক পোস্টে সমালোচনার ঝড় উঠেছে।

শনিবার বিতর্কিত কট্টর নেতা দিলীপ তার ভেরিফায়েড পেজে এ পোস্ট দেন।

সেখানে অদ্ভুত ধারণাপ্রসূত ‌আজ ১৪ আগস্ট অখণ্ড ভারতের সংকল্প দিবস, শপথ গ্রহণের দিন’ উল্লেখ করে কথিত ‘অখণ্ড ভারত’র একটি চিত্র দেন পশ্চিমবঙ্গ বিজেপির এই সভাপতি।

মানচিত্রের ওপরে লেখা, ‘কাশ্মীর হতে কন্যাকুমারী, গান্ধার হতে ব্রহ্মদেশ, এই তো মোদের ভারতবর্ষ এই তো মোদের পূণ্যদেশ।’

দিলীপের এই পোস্টের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।

অভিজিৎ শীল নামে একজন মন্তব্যের ঘরে লেখেন, ‘এসব উল্টাপাল্টা জিনিস বললে লোকে কিন্তু পাগল বলতে পারে…। যদি কোনো দেশ স্বেচ্ছায় ভারতের সঙ্গে যুক্ত হতে চায় তবে সেটা হতেই পারে সংবিধান অনুযায়ী, কিন্তু এ রকম করে প্রতিবেশী বন্ধু দেশগুলোকে চটাবার কোনো দরকার নেই বলে আমি মনে করি।’

সপ্তর্ষি দত্ত নামে একজন উপহাস করে লিখেছেন, ‘আরে আরে মশাই আফগানিস্তান, থাইল্যান্ড, আর চীন ছেড়ে দিলে কেনো ওদেরকেও ম্যাপ-এ ঢোকা!’

শুভম পাল নামে একজন আরও এক কাঠি সরেস হয়ে লিখেছেন, ‘দাদা বলি ম্যাপটাকে টেনে টুনে কাতার অব্দি নিয়ে যান। সামনের বছর দেশে বসে লাইভ বিশ্বকাপ দেখতে পারবো।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement