১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

চলতি মাসেই অনলাইনে বিটিআরসির গণশুনানি

Advertisement

টেলিযোগাযোগ সেবা নিয়ে গ্রাহকদের মতামত জানতে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ২৮ আগস্ট টেলিযোগাযোগ সেবা সম্পর্কে অভিযোগ বা মতামত জানতে এই শুনানি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বক্তব্য, উপদেশ ও প্রশ্ন জানাতে অনলাইনে নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে গণশুনানিতে অংশ নেওয়া যাবে। তবে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, সেলফোন ব্যবহারকারী, টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, বাংলাদেশের ভোক্তা সংঘ, সংশ্লিষ্ট পেশাজীবীসহ আগ্রহী যে কেউ নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন। তবে অনলাইন প্ল্যাটফরমে এবারের গণশুনানি হবে।

অংশ নেয়ার পদ্ধতি:
চলতি (আগস্ট) মাসের ১০ তারিখের মধ্যে গণশুনানিতে অংশ নিতে আগ্রহীদের http://www.btrc.gov.bd/ registration-form ওয়েবসাইট লিংক হতে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সেক্ষেত্রে শুধু বিষয় সংশ্লিষ্ট যৌক্তিক প্রশ্ন/বক্তব্য/উপদেশ প্রদানকারীদের ইমেইল অথবা এসএমএসের মাধ্যমে অংশগ্রহণের জন্য নিশ্চিত করা হবে সময়ের সীমাবদ্ধতার বিষয় বিবেচনা করে। এছাড়াও অনলাইন প্লাটফমের মাধ্যমে অনুষ্ঠিতব্য গণশুনানি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য (আইডি/পাসওয়ার্ড ইত্যাদি) সরবরাহ করা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement