সবকিছু ঠিক থাকরে আসছে ৩ আগষ্ট থেকে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে। তার আগে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলই রাজধানীর একটি হোটেলে রয়েছে জৈব সুরক্ষায়। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার বেঁধে দেওয়া সব শর্ত মেনে নিয়ে প্রথম দফায় করোনা টেস্টে নেগেটিভ পল এসেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ দলের সব সদস্যের। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এমন খবরই নিশ্চিত করেছে।
বিসিবির মেডিক্যাল বিভাগ বলছে, বাংলাদেশে ও অস্ট্রেলিয়ার সব ক্রিকেটার ও কোচিং স্টাফ থেকে শুরু করে যারা এই সিরিজের সাথে যুক্ত থাকবেন প্রথম দফায় করোনা টেস্টে সবারই নেগেটিভ ফল এসেছে।
এখন পর্যন্ত দুই দল হোটেল ইন্টারকন্টিনেন্টালে রয়েছে। আগামীকাল (রোববার) থেকে পুরো দল নিয়ে অনুশীলনে নামবে দুই দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ আগস্ট অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৪,৬,৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে বাকি চারটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজে বাংলাদেশের তুন তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস থাকছেন না। সবগুলি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬ টায়।