১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

বিসিবির আপ্যায়নে মুগ্ধ অস্ট্রেলিয়া

Advertisement

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ অস্ট্রেলিয়া ক্রিকেট দল। করোনা ভাইরাসের কারণে অস্ট্রেলিয়দের সুরক্ষিত রাখর চেষ্টায় কোন কমতি ছিলো না বিসিবির। শেষ পর্যন্ত ফলও হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ব্যপারে বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন “অবশ্যই, এটা অনেক চ্যালেঞ্জিং ব্যপার ছিলো আমাদের জন্য। আমাদের ক্রিকেট পরিচালনা বিভাগ, মেডিকেল বিভাগ, নিরাপত্তা বিভাগ সবসময়ই যোগাযোগ রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে।

তাদের সব চাহিদা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। বিশেষ করে অজি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে তারা আমাদের আগেই জানিয়েছিল যে এগুলো নিশ্চিত করতে হবে। এবং সেগুলো নিশ্চিত করা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। নিজাম উদ্দিন চৌধুরী বলেন “অস্ট্রেলিয়া যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছে। আমার কাছে মনে হয়েছে তারা আমাদের থেকে যা পেয়েছে তা তাদের প্রত্যাশার বাইরে ছিলো।

তিনি আরও বলেন, তারা হয়তো চিন্তাই করতে পারেনি যে এ ধরণের নিরাপত্তা ব্যবস্থা ও বায়োবাবল পরিবেশ আমরা তৈরি করতে পারব আমরা। তাদের চাহিদা অনুযায়ীই আমরা প্রত্যেকটা বিষয় পূরণ করতে পারার বিষয়টি ছিলো তাদের কাছে অকল্পনীয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement