জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। তবে এই ম্যাচে উজ্বাল ছিলো তরুণ তুর্কি শামীম পাটোয়ারী। ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। অন্যদিকে মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে এসে নিজের জাত চিনিয়েছেন পেস বোলার শরিফুল ইসলাম।
তৃতীয় টি টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে এসে শরিফুল বললেন, দলের হয়ে পারফরম করতে মুখিয়ে ছিলেন তিনি। গণমাধ্যমে তিনি জানান, আলহামদুলিল্লাহ সব মিলে ভালো যাচ্ছে। এখানে আসার পর টেস্টের আগে আমি লাল বলে খুব মনযোগী ছিলাম।
তিনি বলেন, যখন টেস্ট খেলা শুরু হয়ে গেলো তখন প্রথম দিন থেকে আমি অনুশীলন শুরু করছি সাদা বলে, প্রথমে ওডিআই এর জন্য প্রস্তুতি করেছি নিজেকে। তখন ওটিশ-গিভশনের সাথে অনেক কাজ করেছি। উনি আমাকে ভালো ভালো পরামর্শ দিছেয়েন তারমধ্যে অন্যতম কিভাবে প্রতিপক্ষের ব্যাটারদের রিড করতে হয়। পুরচান বলে কিভাবে বল করবো এসব নিয়ে কথা হয়েছে গিবসনের সাথে। পরে ম্যাচে গিয়ে কাজে লাগিয়েছি এবং সাফল্যও পেয়েছি।
শামিম ও শরিফুল দুজন এক সাথেই বেড়ে উঠেছেন, প্রায় দুই বছর খেলেছেন একই দলে, শামীম সম্পর্কে শরিফুল বলেন, আমি শামীমের সাথে ২ বছর খেলতেছি ও যথেস্ট ভালো ফিল্ডার সেই সাথে পাওয়ার হিটারও। আমরা দুজনই চাই জাতীয় দলকে দীর্ঘদিন সার্ভিস দিতে চাই।
মোস্তাফিজুর রহমানের জায়গায় দলে সুযোগ পেয়েই দারুণ বোলিং করেছেন শরিফুল ইসলাম। কাটার মাস্টার সম্পর্কে জানতে চাইলে শরিফুল বলেন- আসলে মোস্তাফিজুর ভাইয়ের কথা যদি বলেন, তিনি ইনজুরিতে থাকায় আমি চেষ্টা করেছি তার জায়গা পূরনের এবং আমি হয়তো সেটা পেরেছিও। মোস্তাফিজুর ভাই প্র্যাকটিসের সময় আমাকে সব সময়ই আমার ভূলগুলো শুধরে দেন।
শরিফুলের আশা সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে সুযোগ পেলে নিজেকে মেলে ধরার চেষ্টা করবেন তিনি। সেই সাথে দলকে সিরিজ জিততেও সহযোগিতা করতে চান এই পেসার। রোববার, বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় শুরু হবে ম্যাচটি।