ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিলিন্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। রাতে কিরগিজস্তানের বিশকেকে জামাল ভূঁইয়াদের বিপক্ষে সহজেই হেরে যায় বাংলাদেশ। জামালদের চাইতে র্য্যাংকিংয়ে এগিয়ে থাকা ফিলিস্তিন শুরু থেকই চড়াও হতে থাকে বাংলাদেশের উপর। ম্যাচের ৩৩ মিনিটে গোলরক্ষকের ভুলে বাংলাদেশের জালে বর জড়ায় খাহরুভের। এর পরে কয়েক দফা চেষ্টা করেও প্রথমার্ধে গোল পরিশোধ করতে পারে নি বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল খেয়ে বসে বাংলাদেশ। ম্যাচের ৪৭ মিনিটে ইয়াসিরের স্কোরে ব্যাবধাণ বাড়ে ২-১ গোলে। এর পরে চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রতম ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে ২-০ গোলে হেরেছিলো ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।