১৫ জানুয়ারি, ২০২৫, বুধবার

বিদেশে পাচারকালে বিপুল পরিমান সৌদি রিয়াল জব্দ

Advertisement

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিদেশে পাচারকালে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের সৌদি রিয়ালসহ আটটি দেশের মুদ্রা জব্দ করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ (এপিবিএন)। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এগুলো পাচারের উদ্দেশ্যে মিশরে নেওয়া হচ্ছিল বলে জানিয়েছে এপিবিএন। আজ সোমবার ভোরে মুদ্রাগুলো জব্দ করা হয়। এসময় জড়িত ব্যক্তিকেও আটক করা হয়।

এপিবিএন সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির নাম জাহাঙ্গীর কাজী। তিনি তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছিলেন।

কর্মকর্তারা জানান, ওই যাত্রীর কাছে ৮টি দেশের মুদ্রা পাওয়া গেছে। তবে সবচেয়ে বেশি ছিল সৌদি রিয়াল। বাংলাদেশি টাকায় এসব মুদ্রার মান প্রায় ২ কোটি ৫২ লাখ টাকা।

জাহাঙ্গীর পাচারের উদ্দেশ্যে এগুলো নিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগ জানায়, একজন যাত্রীর পক্ষে পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করেও এতো বৈদেশিক মুদ্রা বহন করা সম্ভব না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement