১৭ সেপ্টেম্বর, ২০২৪, মঙ্গলবার

বিদেশে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান সংখ্যা বাড়ছে

Advertisement

বাংলাদেশি প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন। তারা সততা ও দক্ষতার সঙ্গে পরিশ্রম করছেন এবং সফলও হচ্ছেন। দিন দিন বিদেশের মাটিতে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ সিটি সেন্টার এলাকায় আল আহিবা কিচেন এল.এল.সি নামে বাংলাদেশি প্রতিষ্ঠানের উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছে।

প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ সমিতি আরব আমিরাতের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম, আজমানের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহিনুর শাহিন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর যুগ্ম সম্পাদক ও দিনকাল প্রতিনিধি মোদাচ্ছের শাহ্‌।

আল আহিবা কিচেন এল.এল.সির মালিক জানান, এখানে মান সম্পন্ন সকল প্রকার কিচেন ইকুইপমেন্ট পাওয়া যাবে। নতুন এই ব্যবসার সাফল্যে তিনি প্রবাসীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মিরাজ সিকদার ও সাদেক নুর সিকদারসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement