২৬ এপ্রিল, ২০২৫, শনিবার

বিদেশ গমনেচ্ছুক শিক্ষার্থীদের টিকার আবেদনের সময় বাড়ল

Advertisement

করোনাভাইরাসের টিকা গ্রহণের আবেদনের মেয়াদ বাড়ানো হয়েছে বিদেশে পড়ুয়া শিক্ষার্থী ও গমনে ইচ্ছুকদের জন্য। আগামী শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত বিদেশগামী শিক্ষার্থীদের আবেদন সংগ্রহ করবে এমনটি জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সময়সীমা বাড়ানো নিয়ে গত মঙ্গলবার একটি পরিপত্র জারি করা হয়। তাতে শিক্ষার্থীদের সময়সীমা ২৭ জুলাই থেকে বাড়িয়ে ৩১ জুলাই বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন নেওয়ার বিষয়টি যুক্ত করা হয়। সেক্ষেত্রে বিদেশগামী শিক্ষার্থীদের পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির চূড়ান্ত অনুমোদনের চিঠি, ছাত্র প্রমাণের সনদ/পরিচয়পত্রের মতো প্রয়োজনীয় কাগজ স্ক্যান করে ই-মেইলে পাঠাতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় অনুরোধ করেছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উপযুক্ত সময়সীমার মধ্যে টিকার আবেদন করার জন্য। ১৩ জুলাই বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা গ্রহণের আবেদন শুরু হয়েছিল। তা শেষ হওয়ার তারিখ ছিল ২৭ জুলাই।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement