১৩ ডিসেম্বর, ২০২৪, শুক্রবার

বিধিনিষেধ শিথিলে সর্বোচ্চ কারিগরী কমিটির উদ্বেগ

Advertisement

করোনার সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই এখনো স্বস্তিদায়ক অবস্থায় আসেনি। তাই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করেছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

শুক্রবার রাতে কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বগতির মধ্যেই বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্তে উদ্বেগও জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ জুলাই থেকে ১০ আগস্টের বিধিনিষেধ কঠোরভাবে পালিত না হলেও জনসমাবেশ হওয়ার মতো বেশকিছু গুরুত্বপূর্ণ স্থান বন্ধ থাকায় সংক্রমণ হারে উন্নতি পরিলক্ষিত হয়। তবে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোটাই স্বস্তিদায়ক অবস্থায় আসেনি।বিধিনিষেধ শিথিল

এতে বলা হয়, এ অবস্থায় সরকারের দ্রুত বিধিনিষেধ শিথিল করার/তুলে নেওয়ার সিদ্ধান্তে সভা উদ্বেগ প্রকাশ করে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জীবিকা ও দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সরকারের দায়িত্ব উপলব্ধি করে ও অবদান কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করে।

‘সভা মনে করে বিধিনিষেধ শিথিলতার ক্ষেত্রে সরকার কিছুটা তাড়াহুড়ো করেছে। এর ফলে সংক্রমণ আবারও বাড়তে পারে। তাতে অর্থনীতি আরও বেশি হুমকির মুখে পড়বে। বিধিনিষেধ আরও ১-২ সপ্তাহ চলমান থাকলে এর পুরোপুরি সুফল পাওয়া যেত। এই অবস্থায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটি সরকারের নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুপারিশ করে।’

কমিটির সদস্যদের উপস্থিতিতে বিস্তারিত আলোচনা শেষে সভায় এ সুপারিশ গৃহীত হয় বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement