১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

আন্তর্জাতিক কৃষি পদক পেল বিনা

Advertisement

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পরমাণু শক্তি ব্যবহার করে কৃষিতে নানা উদ্ভাবনের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শামছুন্নাহার বেগমও পেয়েছেন পুরস্কার। এই পুরস্কার দিচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

পদকটির নাম ‘অসামান্য অর্জন পদক’। বিনার সম্মেলনকক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সূত্রে জানা যায়, প্রতি দুই বছর পর পর সারা বিশ্বের কৃষিক্ষেত্রে অনন্য অবদানের জন্য পুরস্কার দিয়ে থাকে আইএইএ ও এফএও।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনার বিজ্ঞানীরা পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে ধান, পাট, গম, তেল ও ডাল অন্যান্য ফসলের উচ্চফলনশীল ও উন্নত জাত উদ্ভাবন করেছেন। সেক্ষেত্রে তারা ‘কনভেনশনাল ব্রিডিং’ ও ‘মিউটেশনাল ব্রিডিং’ প্রজননের অন্যান্য উন্নত কলাকৌশল প্রয়োগ করে থাকেন।

এছাড়াও নতুন কৃষি প্রযুক্তি উদ্ভাবনে এই বিজ্ঞানীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আর এসব কাজের স্বীকৃতি হিসেবে বিনাকে ওই পদকে ভূষিত করেছে আইএইএ ও এফএও। একই সঙ্গে বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শামছুন্নাহার বেগম তিনিও ‘উইমেন ইন প্ল্যান্ট মিউটেশন ব্রিডিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন।

শামছুন্নাহার বেগম বলেন, কৃষিবিজ্ঞানীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট অনুযায়ী, ২০৩০ সালকে সামনে রেখে দ্বিগুণ ফসল উৎপাদনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এমনকি কৃষি বিজ্ঞানীরা তাঁদের গবেষণা কার্যক্রম কাজে লাগিয়ে ক্ষুধামুক্ত বাংলাদেশ গঠনে অনন্য ভূমিকা রাখা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বিনার কার্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে। এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা পায় ১৯৭০ সালে । প্রতিষ্ঠানটির (বিনার) গবেষকেরা এ পর্যন্ত ১৮টি ফসলের ৮৩টি মিউট্যান্ট জাতসহ মোট ১১৭টি অধিক গুণগত মানের ও উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন। তার মধ্যে ধানের জাত ছাড়া রয়েছে শর্ষে, মুগ ডাল, মসুর ডাল, তিল, চিনাবাদাম, কাঁচামরিচ, টমেটো, ছোলা ও বারোমাসি লেবু।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনার) মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁরা আনন্দিত। চলতি বছরের সেপ্টেম্বর মাসে আইএইএ-এর ৬৫তম সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement