বিপিএল ফুটবলের একমাত্র ম্যাচে বাংলাদেশ পুলিশ রুখে দিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানকে। বঙ্গবন্ধু জাতীয় ফুঠবল স্টেডিয়ামে মোহামেডানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে মোহামেডান। ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আটে পুলিশ।
সন্ধ্যায় ম্যাচের ১৭ মিনিটে ফরোয়ার্ড জাফর ইকবালের স্কোর লিড পায় সাদা-কালোরা। তবে নিজেদের ভুলে ম্যাচের ৮৬ মিনিটে খেয়ে বসে মোহামেডান। পুলিশের হয়ে গোলটি করেন ক্রিস্টিয়ান।
আগামীকাল বিকেল চারটায় শেখ জামালের মুখোমুখি হবে ঢাকা আবাহনী।