১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

বিল ও মেলিন্ডা গেটসের আনুষ্ঠানিক বিচ্ছেদ

Advertisement

আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহ বিচ্ছেদ। গতকাল সোমবার স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের একজন বিচারক তাদের এই বিচ্ছেদ অনুমোদন করেন।

গত মে মাসের ৩ তারিখ নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন বিল ও মেলিন্ডা গেটস। তখন একসঙ্গে তারা দু’জন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ঘোষণা করেন। ঘোষণার তিন মাস পর তাদের বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবেই সম্পন্ন হলো। আদালতের নথি বলছে, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের পরও নিজের নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

মেলিন্ডা গত আশির দশকের শেষের দিকে বিল গেটসের মাইক্রোসফট কোম্পানিতে যোগ দেন। তারপরই দু’জনের পরিচয় হয়। তারপর ১৯৯৪ সালে তারা বিয়ে করেন। ২৭ বছরের বৈবাহিক জীবনে তাদের সংসারে জন্ম হয় তিন সন্তানের।

বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার সময় গত মে মাসে টু্ইটার বার্তায় বিল ও মেলিন্ডা গেটস বলেছিলেন, ‘২৭ বছরে আমরা অসাধারণ তিনটি সন্তান পেয়েছি। এমনকি একটা ফাউন্ডেশনও গড়ে তুলেছি, যা বিশ্বজুড়ে মানুষকে স্বাস্থ্যকর ও সক্ষম করে গড়ে তুলতে কাজ করছে। তবে আমরা যে বিশ্বাস থেকে ওই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি, সেটা থাকবে। কিন্তু আমরা এই ফাউন্ডেশনের কাজ একসঙ্গে চালিয়ে যাবো। আমরা আর এটা বিশ্বাস করতে পারছি না যে, আমাদের জীবনের পরবর্তী ধাপে দম্পতি হিসেবে আমরা আর একসঙ্গে থাকতে পারবো।’

২০০০ সালে গঠন করেন দাতব্য সংস্থা ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ সাবেক এই দম্পতি। এমনকি বিবাহ বিচ্ছেদ হলেও তারা এই সংস্থার মাধ্যমে একসঙ্গে মানবকল্যাণ মূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মানব কল্যাণে কাজ করছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন স্থানে। এমনকি এই প্রতিষ্ঠানটি সারাবিশ্বে সংক্রামক রোগব্যাধির বিরুদ্ধে লড়াই ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কোটি কোটি ডলার ব্যয় করছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement