১০ অক্টোবর, ২০২৪, বৃহস্পতিবার

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হার বাংলাদেশের

Advertisement

হারের বৃত্তেই ঘুরপাক খাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ হারের পর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও আজ হারের মুখ দেখল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ব্রিসবেনে আফগানিস্তানের ১৬০ রানের বিপরীতে মাত্র ৯৮ রান করতে পেরেছে সাকিবরা। এতে আরও একবার বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

ওভালের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো ডিপার্টমেন্টেই আফগানিস্তানের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভার শেষে তারা সংগ্রহ করে ১৬০ রান। ১৭ বলে ৪১ রান করেন অধিনায়ক মোহাম্মদ নবি। এছাড়া ইব্রাহিম জাদরান করেন ৩৯ বলে ৪৬ রান।

চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ফজল হক ফারুকি, মুজিব উর রহমানদের সামনে দাঁড়াতেই পারেননি বাংলাদেশি ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ৯৮ রান।

বাংলাদেশের পক্ষে আজ উদ্বোধনী জুটিতে ব্যাট করতে নামেন নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। তবে সফলতার মুখ দেখেনি এ জুটি। ১২ রান করে শান্ত ফারুকির বলে বোল্ড হলে ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব-সৌম্যও। চার বলে ১ রান করে আউট হয়েছেন সৌম্য। সমান ১ রান করে সাকিবও আউট হয়েছেন ফারুকির বলে।

আফিফ-রাব্বি রানের খাতা খোলার আগেই মাঠ ছেড়েছেন। সোহান চেষ্টা করেও ১৩ রানের বেশি করতে পারেননি। শেষদিকে মোসাদ্দেক ২৯ রান করলেও সেটি কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement