২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। ১৭ অক্টোবর রাউন্ড ওয়ানে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে ওমানে।
১৯ ও ২১ অক্টোবর স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। পরে ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার ১২ বা চূড়ান্ত পর্বের লড়াই। মোট ১২ টি দলকে দুই গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে চুড়ান্ত পর্বের খেলা। এই আয়োজনে পাঁচটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।
নভেম্বরের ১০ ও ১১ তারিখে দুবাইয়ে অনুষ্ঠিত হবে দুই সেমিফাইনাল। আর ১৪ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে।