৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

বিশ্বকাপে ইংল্যান্ড-উইন্ডিজকে নিয়ে চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া

Advertisement

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপে পড়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও প্রথম রাউন্ড থেকে যুক্ত হবে আরও দুই দল। এদের মধ্যে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজকে খুব বেশি চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া। তবে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে তেমন কোন টেনশনই নেই তাদের।

বিশ্বকাপের সূচি ঘোষণার পরে এক ভিডিও বার্তায় সুপারটুয়েলভের ম্যাচ নিয়ে কথা বলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। অ্যালেক্স ক্যারির চিন্তা ইংল্যান্ডকে নিয়ে, যেকোনো সময়ই ইংল্যান্ডের বিপক্ষে খেলা উত্তেজনাপূর্ণ। গত কয়েক বছরে তারা সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত খেলছে। সম্প্রতি আমরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছি, আমরা জানি তারাও অনেক শক্ত প্রতিপক্ষ।’

মিচেল মার্শ বলেন, কিন্তু আমি নিশ্চিত, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে। আমরা ওই ম্যাচটির দিকে অধীর আগ্রহে চেয়ে আছি। ম্যাথু ওয়েড তাকিয়ে রয়েছেন উইন্ডিজের বিপক্ষে ম্যাচের দিকে। ‘আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের দিকেই তাকিয়ে আছি। তারা খুবই শক্তিশালী দল।

২৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়া বিশ্বকাপ মিশন। দুবাইয়ে ইংল্যান্ডের বিক্ষে মাঠে নামবে ৩০ অক্টোবর আর উন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা ৬ নভেম্বর।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement