আসছে অক্টোবরে আরব আমিরাতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন বা রানারআপ হতে পারলে বিশ্বকাপের মুল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর মোট ১২ দল নিয়ে শুরু হবে বিশ্বকাপের মুল আসর।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি, তারা মুখিয়ে রয়েছে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামতে। কবে আসবে সেই দিন। অক্টোবরের ২১ তারিখ তাদের এই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ ব্যাপারে গণমাধ্যমে নিউগিনির ক্যাপ্টেন বলেন, গেলো কয়েক বছর হলো আমরা ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছি। তবে আমরা যে দলের বিপক্ষে খেলতে মুখিয়ে আছি তার নাম হলো বাংলাদেশ। বিশ্ব-ক্রিকেটের শীর্ষস্থানীয় একটি দল। তাই তাদের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নিতে চাই। এমন একটি দলের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেওয়া দারুণ এবং এতে বোঝা যাবে আমাদের অবস্থান কোথায়।
বাংলাদেশের বিপক্ষে আমাদের সেরাটা দিয়ে জয়ের চেষ্টাই থাকবে। তাই এখন থেকেই দিন গোনা শুরু করেছি কবে আমরা বাংলাদেশের মুখোমুখি হবো।