বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে রাখা হয়নি অভিজ্ঞ শোয়েব মালিককে। তিন ক্রিকেটারকি রাখা হয়েছে রিজার্ভে। অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটসম্যান ফখর জামানকেও রাখা হয়েছে রিজার্ভে। মুলদলে জায়গা হয়েছে সাবেক কিংবদন্তি মঈন খানের ছেলে আজম খানের। দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে, সহ অধিনায়ক হিসেবে থাকছেন শাদাব খান। নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজ সহ এই স্কোয়াডই অংশ নিবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও।
পাকিস্তানের বিশ্বকাপ দল:
বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, সোহাইব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।
রিজার্ভ খেলোয়াড় : ফখর জামান, শাওনেওয়াজ দহনি, উসমান কাদির।