বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ১৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যু ৪১ লাখ ৬৩ হাজার ৮১৫ জনেরও বেশি। প্রতি মুহূর্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত ও ব্রাজিল।
যুক্তরাষ্ট্রে করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের করোনা শনাক্ত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে চললে একটা সময় স্বাস্থ্যব্যবস্থা ভেঙে যাবে; বিপর্যয়ের মুখে পড়বে দেশটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয় যে, যথেষ্ট পরিমাণে নমুনা পরীক্ষা না করায় সংক্রমণ ঠেকানো যাচ্ছে না। এর কারণে সঠিক সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে আনাও সম্ভব হচ্ছে না। ফলে জটিল অবস্থায় পৌঁছানোর পর তাদের মৃত্যুর হাত থেকে বাঁচানো অসম্ভব হয়ে যাচ্ছে।