বিশ্বরেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে দেশের হয়ে প্রথম স্বর্ণ জয় করলেন দক্ষিন আফ্রিকান সাঁতারু তাতানা শোয়ানমেকা। ২০০ মিটারে ২ মিনিট ১৮.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০১৩ সালে রিকি মোলের গড়া রেকর্ড ভাঙ্গেন তিনি। এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপে এই রেকর্ড গড়েছিলেন মোলের। তার টাইমিং ছিলো ২ মিনিট ১৯.১১ সেকেন্ড। এখন এই ইভেন্টে বিশ্ব সেরা এখন দক্ষিন আফ্রিকার তাতানা।