৫ নভেম্বর, ২০২৪, মঙ্গলবার

বিশ্বসুন্দরী এখন টিভিতে

Advertisement

করোনার মাঝেই গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল চয়নিকা চৌধুরীর পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘বিশ্বসুন্দরী’। সিয়াম ও পরিমনি অভিনীত ছবিটি দেশের এই কঠিন পরিস্থিতিতেও অনেকগুলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই ছবিটি মাছরাঙা টিভির দশম বর্ষপূর্তিতে প্রচারিত হবে। আজ ৩০ জুলাই ও আগামীকাল ৩১ জুলাই সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বিশ্বসুন্দরী’ ছবিটি দর্শকরা দেখতে পাবেন বেসরকারি এই টিভি চ্যানেলটিতে।

এ প্রসঙ্গে চিত্রনায়ক সিয়াম বলেন যে, তার অভিনীত ভালো গল্পের অন্যান্য সব ছবিগুলোর মধ্যে এটিও একটি। গল্পের পাশাপাশি এর নির্মাণশৈলীও সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল। যার কারণে দর্শকরা আগ্রহ নিয়ে উপভোগ করেছেন ছবিটি।

সিয়াম-পরিমনির পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করেছেন চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু প্রমুখ। নায়ক সিয়াম এতে অভিনয়ের জন্য দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে থেকে দারুণ সাড়া পেয়েছেন। যারা এখনো ছবিটি দেখেননি, তারা সহজেই টিভিতে এটি দেখতে পাবেন আজ সন্ধার পর।

প্রসঙ্গত কবির বকুলের লেখা এবং কনা-ইমরানের গাওয়া এ ছবির একটি গান- ‘তুই কি আমার হবি রে’ এখন পর্যন্ত ইউটিউবে দেখা হয়েছে ৫ কোটি ৪০ লাখ বার।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement