বিশ্ব অ্যাথলেটিক্সে প্রায় ১ যুগ ধরে শাসন করে এসেছেন উসাইন বোল্ট। অলিম্পিকে ১০০ মিটার দৌড় মানেই বোল্টের রাজত্ব। কিন্তু টোকিও অলিম্পিকে তার অনুপস্থিতি নতুন এক রাজাকে আলিঙ্গন করেছে।
বোল্টের অনুপস্থিতিতে সবারই আগ্রহ ছিলো দ্রুততম মানবের খেতাব জয়ীকে দেখার, সেই খেতাব জিতে মুহূর্তেই সুপারস্টার বনে গেছেন ইতালিয়ান গতি দানব লেমন্ত মার্সেল জ্যাকবস। ১০০ মিটার দৌড়ে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে বিশ্বের দ্রুততম মানব হয়েছে ইতালির মার্সেল জেকবস।
কিছুক্ষণ আগেও এই জ্যাকবসকে কেও চিনতেন না। তিনি যে বোল্টের জায়গা দখল করবেন সেটিও ধরনা করেনি কেউই। সেমিফাইনালে হিটে ইউরোপ অঞ্চলের রেকর্ড ভেঙ্গে কিছুটা আলোড়ন সৃষ্টি করলেও তাকে গোনাতেই ধরেনি অ্যাথলেটিক্সের ভক্তরা। এর অন্যতম কারণ হতে পারে অলিম্পিক অ্যাথলেটিক্সে ইতালির রেকর্ড বলার মত কিছু নেই। এই ইভেন্টে শেষবার ইতালি ব্রোঞ্জ জিতেছিলও ১৯৬০ সালে। কিন্তু প্রায় ৬১ বছর পর বিশ্ব অ্যাথলেটিক্সে আবারও ইতালি উঠে এলো জ্যাকবসের হাত ধরে।
৯.৮৪ সেকেন্ড টাইমিং নিয়ে রোপ্য পদক যুক্তরাষ্ট্রের ফ্রেড কারলি। আর ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আন্দ্রে দি গ্রাস।