টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সিরির খেলার কথা থাকলেও, অস্ট্রেলিয়া সিরিজের শুরুতেই ইংল্যান্ড বোর্ড থেকে বলায় সিরিজ পেছাতে। শেষ পর্যন্ত সিরিজ পিছিয়ে তা নেওয়া হয় ২০২৩ সালে। তবে বিসিবি বলছে টাইগারদের বিশ্রাম দিতেই নাকি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ পিছিয়ে দিয়েছে তারা।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, এই করোনা পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেট দিয়েই আমরা মাঠে ফিরেছি। পরেতো টানা সরিজ চলছে। উইন্ডিস, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের সাথে টানা খেলায় ক্রিকেটারদের একটু বিশ্রাম প্রয়োজন।
খেলার সাথে সাথে নতুন চাপ বায়োবাবল যুক্ত হওয়ায় আরও বেশি মানষিক চাপে রয়েছে ক্রিকেটাররা। সেই চাপ বা ক্লান্তি থেকে খেলোয়াড়দের মুক্ত রাখতেই ইংল্যান্ড সিরিজ পিছিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ‘আপনারা সবাই জানেন ইংল্যান্ড সিরিজটা আমরা রিশিডিউল করেছি, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে। এটার একটই মাত্র কারণ, খেলোয়াড়দের মানষিক ও শারীরিক ব্রিশ্রাম দেওয়া।