১৬ মার্চ, ২০২৫, রবিবার

বিস্ফোরণ ঘটানো হয় কাবুলের হোটেলেও

Advertisement

বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরের বন্ধ করে দেওয়া একটি প্রবেশদ্বার ও এর পাশের একটি হোটেলে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পেন্টাগন বলছে, বিমানবন্দরের বাইরে কমপক্ষে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হতাহতদের মধ্যে বেসামরিক মানুষ সহ রয়েছে মার্কিন সেনা সদস্যও। বার্তা সংস্থা রয়টার্স বলছে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র বিষয়ক ও জাতীয় নিরাপত্তা কৌশল কমিটির সদস্য অ্যালিসিয়া কার্নসের ভাষায়, ব্যারন হোটেলের কাছে একটি হামলায় ‘অনেকে আহত’ হয়েছেন, যুক্তরাজ্য ব্রিটিশ ও আফগানদের সরিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চালাচ্ছিল সেখানে।

এক টুইট বার্তায় ব্রিটিস এমপি বলেছেন ‘ব্যারন হোটেলের উত্তর গেটে বোমা অথবা বন্দুক হামলা হয়েছে। উদ্বেগের বিষয় হলো এটা প্রত্যাবাসন প্রক্রিয়াকে ধ্বংস করে দেবে। আহত ও নিহতদের জন্য আমার সমবেদনা।’

বিস্ফোরণের পর প্রকাশিত ছবি গুলিতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে আহতের রক্তমাখা কাপড়েই ঠেলাগাড়ীতে করে নিয়ে যাওয়া হচ্ছে। নারী, পুরুষ ও শিশু কেউ কেউ মাথায় ব্যান্ডেজ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছেন।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement