যুবক বিয়ে করেছেন, টানা ১৫ দিন বৌকে নিয়ে সংসার করলেন তারপর হুট করে বুঝতে পারলেন তার সদ্য বিবাহিত স্ত্রী অন্তঃসত্ত্বা এটা বুঝতে পেরে পরিবারকে জানায় রাজশাহী বিভাগের হরিপুর উপজেলার এক যুবক। গত ১৫ জুলাই ওই যুবকের সাথে পাশের গ্রাম তুলশীপুরে বসবাসরত এক তরুণীর বিয়ে হয়। পরে বিয়ের ১৫ দিন পর যুবক বুঝতে পারে তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।
বাঘার থানার ডিউটি অফিসার কুদ্দুস এ বিষয়ে জানান, স্ত্রীর এ অবস্থা বুঝতে পেরে এই কোরবানির ইদের পর স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ী বেড়াতে গিয়ে নতুন জামাই তার শ্বশুড়বাড়ির সবাইকে এ ঘটনা বললে এ সংবাদে আতঙ্কিত হয়ে পড়েন মেয়ের পরিবার।
তিনি আরও জানান, বিয়ের আগে একই গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল রানার সাথে যুবকের স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিলো আর তারই সুত্র ধরে দুজনের শারীরিক সম্পর্ক হয়। আর তার ফলেই পেটে বাচ্চা আসে। তবে গত ৩১ জুলাই এই ঘটনা কেন্দ্র করে ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্ততি থানায় একটি ধর্ষণ মামলা গ্রহন করা হয়েছে। মামলার আসামি সোহেল এখন পালাতক রয়েছে করা হয়েছে। তবে মামলার পর থেকে আসামি সোহেল পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলিয়ে যাচ্ছে পুলিশ।