এই ম্যাচে জিততে পারলেও প্রথবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। কিন্তু এমন একটি দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে এখনও টস করতে নামেনি কোন দল।
খুব বেশি ভারী বৃষ্টি না হলেও মাঝারি বৃষ্টি হয়েছে মিরপুরের আশেপাশের এলাকায়। স্টেডিয়ামেও প্রভাব পড়েছে, তাই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে। মাঠ খেলার জন্য উপযোগী হলেই দুই দলের অধিনায়ক মাঠে নামবেন টস করতে।