চীনের থেকে বাণিজ্যিক ভাবে কেনা সিনোফেক্সের ৩০ লাখ ডোজ টিকা (বৃহস্পতিবার) রাতে ঢাকায় পৌঁছেছে। চীনের বেইজিং এয়ার পোর্ট থেকে বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইটে এসব টিকা ঢাকায় পৌঁছায়। ২৯ জুলাই রাত ১০ টায় প্রথম ফ্লাইটটি ১০ লাখ টিকা নিয়ে বাংলাদেশে অবতরণ করে। দ্বিতীয় ফ্লাইট অবতরণ করে রাত একটায় আর তৃতীয় ফ্লাইট পৌঁছায় রাত ৩ টায়। এমন খবরই গণমাধ্যমে নিশ্চিত করে নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে চীন থেকে প্রথম দফায় বানিজ্যিক ভাবে কেনা ২০ লাখ টিকা ঢাকায় আনা হয়েছিলো ৩ জুলাই। পরবর্তী ২০ লক্ষ ডোজ টিকা আসে ১৭ জুলাই। এছাড়া চীনের দেওয়া উপহার ১১ লক্ষ ডোজ টিকার মধ্যে ৫ লক্ষ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছিলো ১২ মে। পরে দ্বিতীয় দফায় আসে ৬ লক্ষ ডোজ টিকা।