৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

বেতন কমানো হলো বার্সার চার অধিনায়কের

Advertisement

আর্থিক সংকট কাটাতে নানা রকম কাজ করে চলেছে বার্সেলোনা এরই মধ্যে বেতন কমিয়েছে দলের দলের চার অধিনায়কের। জেরার্দ পিকেসহ অন্য তিন অধিনায়ক, বুসকেতস, রবার্তো আর আলবাওকেও বেতন কমাতে রাজি করিয়েছে তারা।

মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে জেরার্দ পিকে জানিয়েছেন, ক্লাবের আর্থিক অবস্থার উন্নয়নে বেতন কমিয়ে খেলার অনুরোধ করেছে বার্সেলোনা। শুধু আমিই না, ক্লাবের অন্যান্য অধিনায়কদেরও অনুরোধ করা হয়েছে বেতন কমানোর জন্য। আমি জানি ও বিশ্বাস করি তারা আমার মতই বেতন কমাতে রাজি হবেন।

তিনি আরও জানান, বার্সেলোনা আমাদের একটা পরিবার, আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের সব অধিনায়কের প্রথম থেকেই ইচ্ছে, যে কোনো পরিস্থিতে ক্লাবের পাশে দাঁড়াব। তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। এমন সিদ্ধান্ত নিতে পেরে আমরা গর্বিত।

তিনি বলছেন, সবাই আমার মতো বেতন কমিয়ে ক্লাবের সাথে সমঝোতায় আসতে চায়। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে একজনকে আনুষ্ঠানিকভাবে বেতন কমাতে হতোই, নিবন্ধনের জন্য। তাই আমি কমিয়েছি। তাই বলে এই না যে বাকিরা কমাবেন না।

প্রতি মৌসুমের মাঠে নামার আগে বার্সেলোনা চার অধিনায়কের নাম ঘোষণা করে করে থাকে। মূল অধিনায়ক না থাকলে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থজন দায়িত্ব পালন করেন অধিনায়কের।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement