পরীমণির দুই সহযোগীকে খুঁজছে ডিবি। শুক্রবার দুপুরে, ডিবি কার্যালয়ের পরীমণি ইস্যুতে এক সংবাদ সম্মেলেনে এমন তথ্যদেন দেন ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ।
গণমাধ্যমে তিনি বলেন, পরীমণির মামলাটি এখনও তদন্ত করা হচ্ছে। বেশ কিছু বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ ও করছি। আমরা তথ্য পেয়েছি পরী অন্ধকার জগতে পা দিয়েছে আর এ পথে আসতে তাকে সহযোগীতা করেছে এক নারী। সেই নারীকে আমরা খুঁজছি।নজরদারি করছি তার বিষয়েও। তিনি বলেন, বোট ক্লাবে পরী সাথে জিমি নামের এক তরুণ গিয়েছিলেন, তার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। আমরা আশা করছি সবাইকে আমরা দ্রুতই আইনের আওতায় আনতে পারবো।
তবে কোন নারীর কারণে পরী অন্ধকার জগতে পাঁ রেখেছে সেই নারী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে তার নাম বলতে চাচ্ছি না আমরা। পরীমণি ও রাজের ঘরোয়া পার্টিতে কারা আসতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজ একজন মূর্খ পড়ালেখা জানে না। আগে ছোট চাকরী করতো পরে বিত্তশালীদের সাথে যোগাযোগ বাড়িয়ে তথাকথিত মডেলদের সাপ্লাই করতো।
ডিবির যুগ্ম কমিশনার বলছেন, সমাজে যারা অবৈধভাবে টাকা উপার্জন করে বিত্তশালী হয়েছে তাদের সন্তানরা এসব অবৈধ পার্টিতে যায়। এবং নীতি বহির্ভূত কাজে লিপ্ত হন। সমাজের তথাকথিত বিত্তশালী তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, পরীকে অন্ধকার জগতে আনা নারী বর্তমানে একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে কর্মরত রয়েছে।