সারাবিশ্বে তৈরি পোশাকের বাজারে রফতানিকারক দেশ হিসেবে সবময়ই তালিকার শীর্ষে থাকা বাংলাদেশকে পেছনে ফেলেছে ভিয়েতনাম। গেল দশ বছরের বেশিরভাগ সময়ই পোশাক রফতানিতে ধরাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখা বাংলাদেশকে পেছনে ফেলে ২০২০ সালে বিশ্বের বৃহত্তম তৈরি পোশাকের রফতানিকারকের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি।
শুক্রবার ৩০ জুলাই বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিক্যাল রিভিউয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। করোনার কারণে পরিসংখ্যানগত ধারণা দিতে বৈশ্বিক তৈরি পোশাক রফতানির এই চিত্র তুলে ধরেছে তারা। এই প্রতিবেদনে বলা হচ্ছে এই করোনাকালে তেরি পোশাকখাতে ভিয়েতনামের রফতানি বৃদ্ধি পাওয়ায় এই খাতের তৃতীয় স্থানে নেমে গেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় স্থা দখল করেছে ভিয়েতনাম। পোশাক রফতানিখাতে শীর্ষে রয়েছে চীন।
ডব্লিউটিওর প্রতিবেদনন অনুযায়ী ২০২০ সালে বৈশ্বিক তৈরি পোশাকের বাজারে রফতানির পরিমান ২০১৯ সালের থেকে বেশ কমে গেছে বাংলাদেশের। গেল বছর বিশ্ব তৈরি পোশাকের বাজারে বাংলাদেশের রফতানি ছিলো ৬ দশমিক ৮০ শতাংশ যা ২০২০ সালে কমে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩০ শতাংশে।ত২০১৮ সালে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৬ দশমিক ৪০ শতাংশ।
একই সময়ে বৃদ্ধি পেয়েছে ভিয়েতনামের রফতানির হার। ২০২০ সালে তৈরি পোশাকের বাজারে ভিয়েতনামের রফতানি ২০১৯ সালের ৬ দশমিক ২০ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৪০ শতাংশে। দশকের তুলনা করলে দেখা যায়,২০১০ সালে পোশাকের বাজারে বাংলাদেশের রফতানির পরিমাণ ছিল ৪ দশমিক ২ শতাংশ। একই সময় ভিয়েতনামের রফতানির পরিমাণ ছিল মাত্র ২ দশমিক ৯০ শতাংশ।
বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান পর্যালোচনা প্রতিবেদনে বলা হচ্ছে, করোনা মহামারির কারণে গত বছর ৭ শতাংশ তৈরি পোশাক পণ্যের রফতানি হ্রাস পেয়েছে। একই সময় বাংলাদেশের তৈরি পোশাকের রফতানি হ্রাস পেয়েছে ১৫ শতাংশ।