যুক্তরাষ্ট্রের বোস্টনে ঈদ পুনর্মিলনী করেছে সেখানে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ড’।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নতুন কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি ও টাফট ইউনিভার্সিটির অধ্যাপক শওকত আনোয়ার।
সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন কামরুল হাসান শুভ্র ও ফরিদুর রহমান মিল্টন।
অংশ নেন আকরাম ভূঁইয়া, জহিরুল ইসলাম মুকুল, জাকারিয়া খন্দকার ও ফৌজিয়া খানম শিল্পী। এতে শিশুকিশোররা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।