সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে টার্গেট চেজ করতে নেমে শূন্যরানে উইকেট হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া। অজিদের উপর প্রথম আঘাত হানেন মেহেদী। অ্যালেক্স ক্যারিকে গোল্ডেন ডাক বানিয়ে প্যাভিলিয়নের পথ ধরান তিনি।
এরপরে দলীয় ১০ রানে জস ফিলিপসকে ফেরান নতুন তুর্কি নাসুম। এর পরের আঘাতটা আসে সাকিবের থেকে। হ্যানরিককে ফেরান দলীয় ১১ রানে। তিনি ফেরেন ১ রানে।
মিসেল মার্জ ও ম্যাথিও ওয়েড মিলে দলকে যখন ম্যাচে ফেরানোর চেষ্টা চালাচ্ছিলেন, ঠিক তখনই নাসুমের আঘাতে মাঠ ছাড়েন ক্যাপ্টেন ওয়েড। অস্ট্রেলিয়া পরিণত হয় ৪ উইকেটে ৪৯ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৫১ রান।