১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

চার ফুটবলারকে গ্রেফতার করতে চেয়েছিলো ব্রাজিল পুলিশ

Advertisement

ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচটি নিয়ে সবারই আগ্রহ ছিলো কিন্তু রাতে খেলা শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যেই ঘটে যায় অপ্রীতিকর একটি ঘটনা। আর্জেন্টিনার চার ফুটবলার ইংল্যান্ড থেকে এসে কোয়ারেন্টাইনে না থেকে সরাসরি মাঠে নেমে যাওয়ায় ব্রাজিল পুলিশ তাদের আটক করতে চলে আসে মাঠে। করোনায় স্বাস্থবিধি না মানায় এমন ঘটনার শিকার হয় ফুটবলাররা। এর পরেই মাঠ থেকে রের হয়ে নিজেদের ভারা করা বিমানে করে ব্রাজিল ছাড়েন আর্জেন্টিনার ফুটবলারর।

এই ঘটনা নিয়ে ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো বলছে, আর কিছুক্ষণ থাকলেই আটক হতেন চার আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, এমিলিয়ানো মার্টিনেজ, জিওভানি লো চেলসো ও ক্রিশ্চিয়ান রোমেরো। ইংল্যান্ড থেকে ভেনেজুয়েলায় জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। খেলেছিলেন বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচও। এরপর আসেন ব্রাজিলের পুলিশ।

কিন্তু ব্রাজিলের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে ভেনেজুয়েলায় ভ্রমণের কথা বললেও আগে যে ইংল্যান্ডে ছিলেন, সেটি জানাননি আর্জেন্টিনার চার ফুটবলার। এই অভিযোগেই মূলত তাদের আটক করতো ব্রাজিল পুলিশ। হোটেলে তাদের জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিল তারা, কিন্তু ততক্ষণে মাঠে চলে আসায় আর সম্ভব হয়নি সেটি।

ব্রাজিলের টেলিভিশন চ্যানেল রেডে গ্লোভেকে ব্রাজিলিয়ান হেলথ রেগুলেটরি এজেন্সির প্রধান বাররা তোরেস জানিয়েছেন ‘আমাদের স্বাস্থ্য প্রটোকলটা ধরে রাখা জরুরি বিষয়। আমরা ফেডারেল পুলিশকে বলেছি এরপর হোটেলে গিয়েছি। গিয়ে দেখি তারা আগেই স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement