২০ এপ্রিল, ২০২৪, শনিবার

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকাকে না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা 

Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে অন্তর রায় (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। তিনি আখাউড়া পৌরশহরের রাধানগরের সাহা পাড়ার পল্টু রায়ের ছেলে। অন্তর রায় চলতি বছর এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্ততি নিচ্ছিল। তিনি পৌরশহরের ৭নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

পুলিশ বুধবার সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে। এর আগে মঙ্গলবার দিনগত রাত ১ টা ৪৯ মিনিটে তার ফেসবুক আইডি থেকে হতাশা প্রকাশ একটি স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন ‘জীবনটাকে অনেক সুন্দরভাবে গুছাইতে চেয়েছিলাম, কিন্তু মনের মানুষকে না পাওয়া, ব্যর্থতা, আপন মানুষগুলোর ভুল বুঝা, চাপ লাগা, নিজের সম্মানে দাগ লাগা; সব মিলিয়ে আমি আর টিকে থাকতে পারলাম না। মা-বাবা, বন্ধু-বান্ধব, প্রিয় মানুষ, ভাই-বোন, আত্মীয় স্বজন, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন। এই পৃথিবী আমাকে বাঁচতে দিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।

তার পরিবার ও পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে অন্তর আত্মহত্যা করেছে।

তার পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার শেষে রুমের দরজা বন্ধ করে ঘুমাতে যায় অন্তর। সকাল ৮ টা পর্যন্ত ঘুম থেকে জেগে না উঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে। কিন্তু তার কোনো সাড়া শব্দ না পেয়ে একপর্যায়ে ধাক্কা দিয়ে দরজা খুলে তাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু জানায়, অন্তর ৭নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিল।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রেমঘটিত ঘটনায় অন্তর আত্মহত্যা করেছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement