১৯ জানুয়ারি, ২০২৫, রবিবার

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় করে ২ গ্রামবাসীর সংঘর্ষ

Advertisement

আর ডাঙায় নয়, এবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে নৌকা নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়েছে। শনিবার দুপুরে উপজেলার পরমানন্দপুর ও ফতেপুর গ্রামের দুপক্ষের মধ্যে ঘোষণা দিয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২০ আগস্ট সন্ধ্যায় পরমানন্দপুর গ্রামের যুবকদের সঙ্গে পার্শ্ববর্তী ফতেপুর গ্রামের যুবকদের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জেরে শনিবার দুপুরে দুই গ্রামের যুবকরা খরা নদীতে নৌকায় করে সংঘর্ষে লিপ্ত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের যুবকরা নৌকায় করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement