৩ ডিসেম্বর, ২০২৪, মঙ্গলবার

করোনামুক্তির পর ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত চট্টগ্রামের নারী

Advertisement

চট্টগ্রামে প্রথমবারের মতো ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা মিউকরমাইকোসিস আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনাভাইরাস নেগেটিভ আসার পর তার ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ ধরা পড়ে। সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সঙ্গে মহামারি আকারে দেখা দিয়েছিল ব্ল্যাক ফাঙ্গাস। এতে অনেক মানুষ মারা যান, কেউ কেউ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন।

চট্টগ্রামে ব্ল্যাক ফাঙ্গাস ধরা পড়ার বিষয়টি আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫০ বছরের বেশি বয়সের এ রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরীক্ষা-নিরীক্ষা করার পরে আজকেই আমরা নিশ্চিত হই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত।

চমেক হাসপাতালের পরিচালক বলেন, আমাদের চিকিৎসকদের অধীনে চিকিৎসা চলছে। আগামীকাল পর্যন্ত দেখব। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে রোগীকে ঢাকায় পাঠানো হবে কি না।

হাসপাতাল সূত্রে রোগীর বাড়ি পটিয়া উপজেলায় বলে জানা গেছে। গত ৩ জুলাই করোনায় আক্রন্ত হন পঞ্চাশোর্ধ্ব ওই নারী। তবে ১৫ জুলাই তার করোনা নেগেটিভ আসে। এরপরও তার নানা শারীরিক অসুবিধা দেখা দেয়। পরে চারদিন আগে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

গত ৮ মে রাজধানীর বারডেম হাসপাতালে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর ২৩ মে ৬০ বছর বয়সী আরেকজনের শরীরেও ছত্রাকজনিত রোগটি শনাক্ত হয়। এরপর ২২ মে একজন মারা যান। এটাই দেশে এই ছত্রাকের কারণে প্রথম মৃত্যু।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement