পিছিয়ে থেকেও সিরিজে সমতা ফেরানো। হয়তো বিজয়ী দল হিসেবেও সিরিজ শেষ করতে পারতেন। (১৯ জুন) রবিবার বেঙ্গালুরু ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ ভারত অধিনায়ক ঋষভ পান্ত।
সিরিজের শুরুটা ভালো হয়নি। দিল্লিতে বিশাল স্কোর নিয়েও হার। তার নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পরের ম্যাচেও হার। বিশাখাপত্তনম এবং রাজকোট ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। নেতৃত্বের অভিষেক সিরিজ হয়তো জিতেও শেষ করতে পারতেন। বেঙ্গালুরু ম্যাচ শুরু হলেও ফের বৃষ্টি নামায় সম্পূর্ণ করা যায়নি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঋষভ বলেন, একটু হলেও হতাশ লাগছে। তবে এই সিরিজ থেকে ইতিবাচক অনেক কিছুই পেয়েছি আমরা। বিশেষত ০-২ পিছিয়ে পড়েও সিরিজে সমতা ফিরিয়েছি আমরা। ম্যাচ জেতার নানা দিক খুঁজছিলাম আমরা। নতুন পরিকল্পনা নিয়ে খেলছিলাম। ভুল হবেই। তবে আমরা সঠিক পথেই চলছি।
সিরিজে সমতা ফেরালেও টসে সমতা ফেরাতে পারেননি অধিনায়ক ঋষভ। প্রথম চার ম্যাচের মতো পরিত্যক্ত হওয়া বেঙ্গালুরু ম্যাচেও টসে হার। ঋষভ বলছেন, সম্ভবত প্রথমবার এতগুলো টস হারলাম। এটা আমার নিয়ন্ত্রণে নেই। সুতরাং, এটা নিয়ে খুব বেশি ভাবতেও চাই না।