আইপিএলের কারণে নাকি খুব মধুর সমস্যায় পড়তে হয় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কাকে রেখে, কাকে দলে নেবে তারা সেটা বুঝে উঠতে পারে না। টি-টোয়েন্টি ক্রিকেটে নাকি ভারতের চতুর্থ দলও বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে এমন কথাই ঘুরছিলো বাতাসে। ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এমন কথাই বলেছিলো কয়েকদিন আগে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জতে শেখর ধাওয়ানও ডেমাগ দেখিয়েছিলেন। সেই ভারতিয়রাই লঙ্কানদের বিপক্ষে সিরিজ হারলো ২-০ ব্যবধাণে, তাও আবার শেষ ম্যাচে ১০০ রানও তুলতে পারেনি তারা।
কলম্বোয় আগে ব্যাট করে স্বাগতিক বোলারদের আগুনঝড়া বোলিংয়ে মাত্র ৮১ রানেই অলআউট হয় ভারত। যাদব করেন ২৮ বলে ২৩ রানের ইনিংস। ওপেনার ঋতুরাজ, ভুবনেশ্বর কুমার ও কুলদীপ যাদব ছাড়া আর কোন ব্যটারই তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ভারতের ব্যাটিং লাইন আপ ধ্বংস করে দেয় লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ৪ ওভারে তিনি মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। আর ২০ রান দিয়ে দুই উইকেট তুলে নেন দানুস শানাকা।
জবাবে ভারতের দেওয়া ৮২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৩ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় পায় শ্রিলঙ্কা। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জেতে লঙ্কানরা।