বিশ্বকাপ মঞ্চে ভারত পাকিস্তানের লড়াইয়ে এগিয়ে রয়েছে ভারত। ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৭ দেখায় তারা জিতেছে সবগুলিতে। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটির চারটিতেই জেতে ভারত, সেই পরিসংখ্যানের কথা চিন্তা করলে এবার বিশ্বকাপেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পাওয়া কঠিন, তারপরও ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচ জিতেই মিশন শুরু করতে চায় পাকিস্তান।
বোর্ড প্রধান রমিজ রাজার সাথে বিশ্বকাপ নিয়ে আলাপ করে বাবর গণমাধ্যমে বলেন, ‘বিশ্বকাপে পাকিস্তানের তুলনায় ভারতই বেশি চাপে থাকবে। কারণ দল হিসাবে তারা অনেক দিন ধরে টি-টোয়েন্টি খেলছে না। তারা এখন টেস্ট খেলছে, এরপর আইপিএল নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। দল হিসেবে কোনো টি-টোয়েন্টি না খেলেই বিশ্বকাপ খেলতে নামবে তারা। আর সেখানে আমাদের একটা সুযোগ তৈরি হবে। ভারতকে হারিয়েই আমরা আসর শুরু করতে চাই।’