টি-টিয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে সমতায় এনেছে শ্রীলঙ্কা। কলোম্বোতে,টস হেরে আগে ব্যাট করে ৫ উইকেটে ১২৩ রান তোলে ভারতে। দলের অধিনায়ক শেখর ধাওয়ান খেলেন ৪২ বলে ৪০ রানের ইনিংস। অভিষিক্ত পাড্ডিকাল করেন ২৯ রান। আরেক অভিষিক্ত ঋতুরাজ গায়কোয়াডো করেন ২১ রান।
জবাবে, ১৩৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় শ্রীলঙ্কা। লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা করেন ৩৪ বলে ৪০ রান। ৬ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন চামিকা। মিনোদ ভানুকা র ব্যাট থেকে আসে ৩৬ রান।