এখনও চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা মোহামেডান ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু শোনা যাচ্ছে তারা ভারতের ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ পেয়েছেন। ভারতের এই টুর্নামেন্টটির ১৩০ তম আসর বসবে এই সেপ্টেম্বরে। গেল এক দশকে এই টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশের কোন ক্লাব।
মোট ১৬ দর নিয়ে কোলকাতার বিশ্ব যুব ভারতী স্টেডিয়ামে আসছে ৫ সেপ্টেম্বর শুরু হবে এই আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে অক্টোবরের তিন তারিখ। তবে এসময় প্রিমিয়ার লিগ চলবে তাই এই টুর্নামেন্টে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে ক্লাব দুটি।