২৪ সেপ্টেম্বর, ২০২৩, রবিবার

ভারতের জন্যই টিকে আছে পাকিস্তানের ক্রিকেট:রমিজ রাজা

Advertisement

ক্রিকেটের সবচাইতে বড় বাজার যে ভারত তা অবিশ্বাস করার উপায় নেই কারোরই। আইসিসির সবচেয়ে বড় পৃষ্ঠপোষকও ভারত। ক্রিকেটে ভারতের অবদানের কথা অস্বীকার করেছে না চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)চেয়ারম্যান রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ভারত যদি পাকিস্তানের ক্রিকেটকে টাকা না দেয়, তাহলে তাঁরা ডুবে যাবেন। পাশাপাশি এটাও জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটে এতটাই টাকা রয়েছে যে, কোনও বোর্ডই তাদের বিরুদ্ধে যেতে সাহস পাবে না।রমিজ রাজা বলেন, “আইসিসির থেকে ৫০ শতাংশ টাকা পায় পিসিবি। আইসিসি বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করে এবং সেখান থেকে পাওয়া লভ্যাংশ সদস্যদের মধ্যে ভাগ করে দেয়। আইসিসির লাভের ৯০ শতাংশ আসে ভারতের বাজার থেকে।”

রমিজ বলেন ভারতের প্রতিষ্ঠান গুলোই নাকি চালাচ্ছে পাকিস্তানের ক্রিকেট। তিনি বলেন, “ভারতের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিই পরোক্ষে পাকিস্তানের ক্রিকেটকে চালায়। যদি কাল ভারতের প্রধানমন্ত্রী বলেন যে তাঁরা পাকিস্তানকে টাকা দেবেন না, তাহলে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। নিউজিল্যান্ড সিরিজ বাতিল হওয়ায় ব্যপাক অর্থির ক্ষতি হয়েছে বলে রমিজ রাজা জানায়, পাশাপাশি তিনি জানিয়েছেন অর্থনৈতিক কারণে কেউ ভার‍তের বিরুদ্ধে দাঁড়াবে না।

রমিজ রাজা বলেন, “অস্ট্রেলিয়া ওদের (ভারত) বিরুদ্ধে দাঁড়াবে না। কেউই দাঁড়াবে না। কি হয়েছে কদিন আগে আপনারা সবাই দেখেছেন, দুই মিনিটের মধ্যে নিউজিল্যান্ড ব্যাগ গুছিয়ে পাকিস্তান ছেড়েছে। পাকিস্তানে এসে খেলার জন্য ওদের নিজস্ব কোনও স্বার্থ নেই, কারণ আমাদের ক্রিকেটীয় অর্থনীতি অতটা শক্তিশালী নয়।

কিছুদিন আগেই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন রমিজ রাজা দায়িত্ব নেওয়ার পরপরই আর্থিক দিকে মনোযোগ দিয়েছেন তিনি। অর্থ সাশ্রয়ের জন্য তিনি বোর্ড কর্তাদের বিভিন্ন পরামর্শও দিচ্ছেন, এবার কথা বললেন সার্বিক বাস্তবতা নিয়েও।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement